যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর পদত্যাগ
প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ১৪:৪৮
মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ও বিতর্কিত সীমান্ত নীতির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ক্রিয়েশ্চেন নিলসন পদত্যাগ করেছেন।
৮ এপ্রিল (সোমবার) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে।
২০১৭ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন নিলসন। এ সময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত সীমান্ত নীতি বাস্তবায়নে কাজ করেছেন এবং সমালোচিত হয়েছেন।
এদিকে, পদত্যাগপত্রে কোন কারণ উল্লেখ না করলেও নিলসন বলেন, আমার মনে হয়েছে, পদত্যাগের এটিই ভালো সময়। আর আমি যখন দায়িত্ব নিয়েছিলাম ওই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন নিরাপদ।
এ প্রসঙ্গে ট্রাম্প টুইটারে বলেছেন, “হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিয়েশ্চেন নিলসেন পদত্যাগ করবেন এবং আমি তাকে তার কাজের জন্য ধন্যবাদ জানাই। নিলসেনের জায়গায় শুল্ক ও সীমান্ত সুরক্ষা কমিশনার কেভিন ম্যাকলিনানকে অস্থায়ীভাবে দায়িত্ব দেয়া হয়েছে। ”
খবরে বলা হয়েছে, বেশ ক’দিন ধরেই ট্রাম্পের সঙ্গে নিলসেনের সম্পর্কে ফাটল ধরেছে। তবে প্রকাশ্যে প্রশাসনের প্রতি অনুগতই থেকেছেন তিনি।