বাংলাই ভারত গড়বে: মমতা
প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ২০:১০
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেস নতুন সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন বর্তমানে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় সময় ৭ এপ্রিল (শনিবার) হাসিমারার জনসভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেছেন, ‘‘দিল্লির সরকারকে বদলে দিন। তৃণমূলের নেতৃত্বে সরকারই মানুষের জন্য লড়বে, গড়বে ও জয় করবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী, ঠক উল্লেখ করে মমতা বলেন, ‘‘মোদীর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাই নেই। শুধু জোর গলায় মিথ্যা কথা বলেন। ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে ৫৬০ ইঞ্চি মিথ্যা বলেন।” রামায়ণের বারণের উদাহরণ টেনে তার কটাক্ষ, ‘‘রাবণেরও ৫৬০ ইঞ্চি ছাতি ছিল। কিন্তু কেউ তাকে পছন্দ করে না।’’
বাংলার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আঞ্চলিক দলগুলির শক্তিবৃদ্ধি করে বিজেপি বিরোধী জোট-গঠনের ক্ষেত্রে বর্তমানে মমতাই অগ্রণী ভূমিকা নিয়েছেন। তার আহবানেই কলকাতার ব্রিগেডে দেশের সব আঞ্চলিক দলগুলির শীর্ষ নেতাদের জমায়েত হয়েছিল। এমনকি কংগ্রেসের তরফেও প্রতিনিধি এসেছিলেন মমতার সেই ‘সংযুক্ত ভারতে’র মঞ্চে। তারপরে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে বারবার ওই বিরোধী নেতাদের নিয়ে বৈঠকেও তৃণমূল নেত্রীর ভূমিকাও নজরে পড়ার মতো।
তথ্যসূত্র: আনন্দবাজার