ব্রেক্সিট প্রক্রিয়া পেছানোর প্রস্তাব পাস

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৯, ১৫:২৭

জাগরণীয়া ডেস্ক

মাত্র এক ভোটের সংখ্যাগরিষ্ঠতায় ব্রেক্সিট প্রক্রিয়ার সময় বাড়ানোর প্রস্তাব পাস করেছে ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ও লেবার পার্টির নেতা জেরেমি কারবেনের মধ্যে বৈঠকের পর পরই হাউজ অব কমনসে এ সিদ্ধান্ত এসেছে। 

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে হাউজ অব কমনসে এমপিরা ব্রেক্সিট প্রক্রিয়ার সময় বাড়ানোর বিপক্ষে ভোট দিয়েছেন ৩১২। আর পক্ষে ৩১৩ ভোট দিয়েছেন এমপিরা। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী টেরেসা মে’কে চাপ প্রয়োগ করা হবে যাতে ব্রেক্সিট প্রক্রিয়া কার্যকরের জন্য সময় বাড়াতে ইইউ’র কাছে তিনি আবেদন জানান। এতে নেতৃত্ব দেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ইভেট কুপার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

তবে খবরে বলা হয়ছে, পাস হওয়া প্রস্তাবটি আইনে পরিণত করলে হলে পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসের অনুমোদন লাগবে। এরপরই মূলত সিদ্ধান্ত হবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বাড়ানোর প্রস্তাবের সময় বাড়বে কিনা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত