চীনে ২৩ শিশুকে বিষপ্রয়োগ, শিক্ষক আটক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৯, ১৪:২৬

জাগরণীয়া ডেস্ক

চীনের একটি কিন্ডারগার্টেনে সকালের নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ২৩ শিশু। এ ঘটনায় কিন্ডারগার্টেনের শিক্ষককে আটক করেছে দেশটির পুলিশ।

গত ০১ এপ্রিল (সোমবার) হেনান প্রদেশের জিয়াওঝু শহরের কিন্ডারগার্টেনটিতে সকালের নাস্তা করার পর শিশুরা বমি শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়তে থাকে। 

চীনের বেইজিং নিউজ জানিয়েছে, হেনান প্রদেশের জিয়াওঝু শহরের কিন্ডারগার্টেনটিতে সকালের নাস্তায় পরিজ খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে চীনের গণমাধ্যমটি আরও জানায়, সহকর্মীকে ফাঁসাতে এ কাজ করেছেন আটককৃত ঐ শিক্ষক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দিয়েছেন পুলিশকে। এদিকে, তদন্তে খাবারে উচ্চমাত্রায় সোডিয়াম নাইট্রেট পাওয়া গেছে।

সর্বশেষ খবরে জানা গেছে, এ ঘটনায় ১৫ শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সাতটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত