ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা কাটেনি

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৯, ১৩:৫৬

জাগরণীয়া ডেস্ক

ব্রেক্সিট নিয়ে সর্বশেষ আলোচনায়ও কোন সমাধানের পথ বের করতে পারেনি ব্রিটিশ পার্লামেন্ট।

স্থানীয় সময় ০১ এপ্রিল (সোমবার) প্রধানমন্ত্রী টেরিজা মে-র ব্রেক্সিট চুক্তি নিয়ে আনীত প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে আসতে ব্যর্থ হন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবারের অধিবেশনের শেষ দিকে বিকল্প চারটি ব্রেক্সিট প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। কিন্তু চারটির কোনোটিই সংখ্যাগরিষ্ঠের সমর্থন পায়নি। এর আগের সপ্তাহেও তৃতীয়বারের মতো মে-র ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করে পার্লামেন্ট। চুক্তিটি পাস হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে মে পদত্যাগ করবেন- এমন র এমন প্রতিশ্রুতি সত্বেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
 
ফলাফল ঘোষণার পর ব্রিটেনের ব্রেক্সিটমন্ত্রী স্টিভেন বার্কলি জানিয়েছেন, ১২ এপ্রিল কোনো চুক্তি ছাড়াই ব্রিটেন ইইউ ত্যাগ করবে এখনও সেই পরিস্থিতিই বিদ্যমান রয়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত