ফের ভোটে হারলেন মে, অনিশ্চয়তায় ব্রেক্সিট

প্রকাশ : ৩০ মার্চ ২০১৯, ১২:৪৩

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাজ্যে পার্লামেন্টের ভোটে এমপি’রা আরো একবার প্রধানমন্ত্রী টেরিজা মে’র ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করেছে। ফলে ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

ভোটের আগে মে সতর্ক করে বলেছিলেন, আজকে ভোটে এ চুক্তি পাস না হলে ‘পরিণতি গুরুতর’হবে। 

স্থানীয় সময় ৩০ মার্চ (শুক্রবার) পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে চুক্তির পক্ষে পড়েছে ২৮৬ এবং বিপক্ষে পড়েছে ৩৪৪ ভোট। 

ভোটের পর মে বলেন, এটি অত্যন্ত পরিতাপের বিষয়। ব্রেক্সিট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এ ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সুশৃঙ্খলভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সমর্থন করতে আমরা আবারও ব্যর্থ হয়েছি। 

উল্লেখ্য, আপাতত ব্রেক্সিট প্রক্রিয়ার জন্য টেরিজা মে’র হাতে সময় আছে ১২ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ, মাত্র ১৪ দিন। কোনো কোনো চুক্তি অনুমোদ করার জন্য এ সময় যথেষ্ট নয়। 

এদিকে হাউজও পরিষ্কার করে দিয়েছে যে, তারা চুক্তিবিহীন ব্রেক্সিট অনুমোদন করবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত