'বাংলাদেশ ডে' ঘোষণা ওয়াশিংটনের

প্রকাশ : ২৬ মার্চ ২০১৯, ১৭:৩২

জাগরণীয়া ডেস্ক

২৬ মার্চ, ২০১৯ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। ২৬ মার্চ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ স্বীকৃতি দেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।

বাঙালি সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে ঐতিহাসিক ২৬ মার্চের প্রেস বিজ্ঞপ্তিতে মেয়র মুরিয়েল বাউজার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। একইসাথে ওয়াশিংটন ডিসি এর সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। পরিশেষে তিনি বলেন, আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বলছি, আজকে বাংলাদেশের বিশেষ দিন উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত এবং জনগণকে অভিনন্দন জানাই। একইসঙ্গে ২৬ মার্চ, ২০১৯ কে 'বাংলাদেশ ডে' হিসেবে ঘোষণা করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত