ব্রেক্সিট বিলম্বিত করার সিদ্ধান্ত ব্রিটিশ পার্লামেন্টে

প্রকাশ : ১৫ মার্চ ২০১৯, ১৬:৫৭

জাগরণীয়া ডেস্ক

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র প্রস্তাব দুই দফা প্রত্যাখ্যান হওয়ার পর তৃতীয় দফায় ব্রেক্সিট বিলম্বিত করার সিদ্ধান্ত পাস হয়েছে।

স্থানীয় সময় ১৪ মার্চ (বৃহস্পতিবার) সাংসদদের এক ভোটে এই প্রস্তাব পাস হয়।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া (ব্রেক্সিট) নিয়ে তৃতীয় দফায় ভোটে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী মে। ব্রেক্সিট বিলম্বিত করার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৪১২টি, বিপক্ষে ২০২টি। ফলে ইইউ ত্যাগের জন্য খুব সম্ভবত আরও কিছুদিন সময় পাবে যুক্তরাজ্য। তবে এক্ষেত্রে এই প্রস্তাবে সম্মত হতে হবে ইইউকে। যদি ইইউ এই প্রস্তাবে সম্মত হয় তবে ২৯ মার্চ ব্রেক্সিট হচ্ছে না। সেক্ষেত্রে ব্রিটেন ব্রেক্সিট বিষয়ে সময় পেতে পারে আরও ৩ মাস।

এদিকে, এই প্রস্তাবের আগে ব্রিটেন ইইউ ছাড়বে কি না তা নিয়ে আরেক দফা গণভোটের দাবি উঠেছে। পার্লামেন্টে এ নিয়ে আলোচনায় সম্মতি জানিয়েছেন স্পিকার। তবে বিরোধী দল লেবার পার্টি বলেছে, তারা এ ধরনের উদ্যোগে সমর্থন দেবে না। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত