নির্বাচনে দাঁড়াচ্ছেন না প্রিয়াঙ্কা!
প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ১৭:৪৮
গত মাসে হঠাৎ করেই ভারতের রাজনীতিতে শোরগোল শুরু হয় প্রিয়াঙ্কা গান্ধীকে ঘিরে। কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ তাকে দেয়ার পরেই জোর গুঞ্জন শোনা যায় এবারের নির্বাচনে সোনিয়া গান্ধীর আসনে নির্বাচন করতে যাচ্ছেন তিনি। কিন্তু আপাতত তা হচ্ছে না বলেই এবার দলীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় কিছু সংবাদমাধ্যম।
প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার পর অনেকই ধারণা করেছিলেন সোনিয়া গান্ধীর অসুস্থতার দরুণ এবার তার আসন রায়বেরিলি থেকে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা। কিন্তু সম্প্রতি এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী যথারীতি তাদের পারিবারিক দুই আসন থেকে অংশ নিচ্ছেন। তাই নতুন করে ধারণা করা হচ্ছে, পারিবারিক দুটি আসন খালি না থাকায় প্রিয়াঙ্কা এবার আর প্রার্থী হচ্ছেন না।
কংগ্রেস দলের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর নির্বাচনী প্রচারের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী নিজ রাজ্য উত্তর প্রদেশের অন্যান্য প্রার্থীদের প্রচারে সময় দেবেন।