আবারও মে'র ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান আইনপ্রণেতাদের

প্রকাশ : ১৪ মার্চ ২০১৯, ১৭:২৬

জাগরণীয়া ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি আবারও প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ আইনসভার সদস্যরা। এর ফলে ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তার পথ আরও দীর্ঘ হলো।

গত ১২ মার্চ (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিচ্ছেদ কার্যকর করতে যুক্তরাজ্যের সংসদে থেরেসা মে'র প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির উপর ভোট অনুষ্ঠিত হয়। এতে ৩৯১ জন আইনপ্রণেতা চুক্তিটির বিপক্ষে ভোট দেন, আর পক্ষে ভোট দেন ২৪২ জন।

এদিকে চুক্তি না হলেও আগামী ২৯ মার্চ ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হওয়ার কথা রয়েছে। কিন্তু ব্রেক্সিটের সময়সীমা পিছিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছে সংসদের প্রধান বিরোধী দল লেবার পার্টি সহ অন্য দলগুলো যারা মে’র ব্রেক্সিট চুক্তি সমর্থন করেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত