২০১৮ ছিল সিরিয়ান শিশুদের জন্য প্রাণঘাতী: ইউনিসেফ

প্রকাশ | ১২ মার্চ ২০১৯, ১৯:১১

অনলাইন ডেস্ক

২০১৮ সাল সিরিয়ার শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী ছিল-জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। 

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিতা ফুরে এক বিবৃতিতে বলেন, শুধুমাত্র ২০১৮ সালে সিরিয়ার বিভিন্ন রাজ্যে সন্ত্রাসী হামলায় এক হাজার ১০৬ টি শিশু নিহত হয়েছে।   নিহত শিশুর প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। কারণ সব মৃত্যুর তথ্য হয়তো জাতিসংঘের কাছে আসে নি। এছাড়া অনেক শিশু রয়েছে মৃত্যুঝুঁকিতে। সিরিয়ার রাজ্য ইদলিবের পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে সেখানে ৫৯টি শিশু নিহত হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। সহিংসতা শুরুর পর সিরিয়ায় এক বছরে এত বেশি শিশু আর প্রাণ হারায় নি।