আইএস-এ যোগ দেয়া আরও দুই নারীর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল

প্রকাশ : ১১ মার্চ ২০১৯, ১৬:০৬

জাগরণীয়া ডেস্ক

শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল এবং তার নবজাতকের মৃত্যুকে ঘিরে সমালোচনার মধ্যেই সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস-এ যোগ দেওয়া আরও দুই নারীর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেছে যুক্তরাজ্য সরকার। ১০ মার্চ (রবিবার) স্থানীয় গণমাধ্যমগুলো এই খবর জানায়।

নাগরিকত্ব বাতিল হওয়া দুই আইএস-বধূ হলেন পাকিস্তানি বংশোদ্ভূত ৩০ বছর বয়সী রীমা ইকবাল এবং তার বোন ২৮ বছর বয়সী জারা। পূর্ব লন্ডনের বাসিন্দা এই দুই বোন ২০১৩ সালে পালিয়ে সিরিয়ায় আইএসে যোগ দেন। বর্তমানে তাদের মোট পাঁচটি সন্তান রয়েছে যাদের সবার বয়স ৮ বছরের নিচে বলে জানিয়েছে বিবিসি। বর্তমানে সিরিয়ার দুটি ভিন্ন শরণার্থীশিবিরে রয়েছেন তারা।

এই ব্যাপারে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো ব্যক্তি সংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করেন না। কিন্তু প্রমাণের ভিত্তিতেই কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত