বনে পথ হারিয়ে নিখোঁজ দুই বোন, ৪৪ ঘন্টা পর উদ্ধার

প্রকাশ : ০৫ মার্চ ২০১৯, ১৩:৩৬

জাগরণীয়া ডেস্ক

হরিণের পিছনে ছুটতে ছুটতে বনের মধ্য পথ হারায় দুই শিশু। নিখোঁজের ৪৪ ঘন্টা পর তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ। উদ্ধারকৃত দুই শিশু হলো- ৮ বছর বয়সী লিয়া ক্যারিকো ও তার ছোট বোন ৫ বছর বয়সী ক্যারোলিনা। 

শিশু দুইটির মায়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে তারা নিখোঁজ হয়। পরে স্থানীয় পুলিশকে বিষয়টি অবগত করা হয়। সঙ্গে সঙ্গে পুলিশ এবং উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও কুকুর নিয়ে অনুসন্ধান শুরু করে। স্থানীয় সময় গত ৩ মার্চ (রবিবার) সকালে বাড়ি থেকে বনের প্রায় দেড় মাইল ভেতরে একটি ঝোপের নিচ থেকে ঐ শিশু দুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকর্মীরা শিশু দুটিকে জীবিত উদ্ধারের এই ঘটনাকে ‘অলৌকিক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

উদ্ধারকর্মীদেরকে শিশু দুইটি জানিয়েছে, হরিণের চলার পথ অনুসরণ করতে গিয়ে তারা একসময় পথ হারিয়ে ফেলে। বাড়ি ফেরার পথ খুঁজে না পাওয়ায় তারা আর না হেঁটে সেখানেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। পুরোটা সময় তারা তাদের সাথে থাকা সেরিয়েল ও হাকলবেরির পাতা থেকে পানি পান করে বেঁচে ছিল।

শিশু দুইটিকে চিকিৎসকরা পরীক্ষা করেছেন। তারা পানিশূন্যতা এবং ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে। তবে তাদের অসুস্থতা আশঙ্কাজনক নয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত