আসামে বিষাক্ত মদপানে ৮৪ জনের মৃত্যু

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫২

জাগরণীয়া ডেস্ক

ভারতের আসামে বিষাক্ত মদপানে ৮৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ২০০ এরও বেশি মানুষ। যাদের অনেকের অবস্থা আবার আশংকাজনক। খবর রয়টার্স এর।

২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

আসামের স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব শর্মা জানান, মৃতদের অধিকাংশই স্থানীয় চা শ্রমিক। বৃহস্পতিবার বেতন পাওয়ার পর পরই ভেজাল মদ পান করে একে একে অসুস্থ হয়ে পড়েন অনেকে। প্রতি ১০ মিনিট পরপর নতুন নতুন এলাকায় হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সংকট নিরসনে হিমশিক খাচ্ছেন কাছাকাছি জেলা ও মেডিকেল কলেজের চিকিৎসকরা।

ভারতে প্রায়ই ভেজাল দেশি মদ পান করে মৃত্যুর ঘটনা দেখা যায়। সপ্তাহ দুয়েক আগেও উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে বিষাক্ত মদ্যপানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত