প্রধানমন্ত্রীর পদে লড়াই করবেন থাই রাজকুমারী

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৪

জাগরণীয়া ডেস্ক

আগামী ২৪ মার্চ থাইল্যান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। থাইল্যান্ডের আসন্ন এই নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন দেশটির রাজকুমারী ৬৭ বছর বয়সী উবোলরাতানা মাহিদল। তার নিবন্ধনপত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনওয়াত্রার পক্ষে একটি দলের হয়ে নির্বাচন করবেন রাজকুমারী উবোলরাতানা মাহিদল। 

৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ইনস্টাগ্রামের এক পোস্টে থাইল্যান্ডের রাজার বোন উবোলরাতানা জানান, তিনি তার রাজকীয় সব উপাধি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং এখন থেকে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করবেন। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি তার অধিকার চর্চা করতে চান। 

প্রধানমন্ত্রী পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে উবোলরাতানা বলেন, আন্তরিকতার সাথে ও দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে সব থাই নাগরিকের সমৃদ্ধির জন্য তিনি কাজ করবেন।

উল্লেখ্য, রাজনীতি করার জন্য উবোলরাতানা থাই রাকসা চার্ট পার্টিতে নিবন্ধন করেছেন। বিতর্কিত ওই পার্টির মাধ্যমে শিনওয়াত্রা পরিবার বেশ কয়েক বছর দেশটির রাজনীতিতে নেতৃত্বে দিয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত