‘সিআইএ’র তিন শীর্ষ পদেই নারী

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৯, ২০:৪১

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’র তিনটি শীর্ষ পদে আসীন হয়েছেন নারীরা। খবর দ্য ডেইলি মেইল এর। 

সম্প্রতি সিন্থিয়া ডিডি রাপকে ‘সিআইএ’র বিশ্লেষক শাখার পরিচালক প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর সিন্থিয়ার নিয়োগের ফলে এই প্রথমবারের মতো সিআইএ’র তিনটি শীর্ষ পদই চলে গেছে নারীদের দখলে।

‘সিআইএ’ গণমাধ্যম বিষয়ক মুখপাত্র ব্রিটনি ব্রাম্পেল জানান, সিন্থিয়া তার কর্মদক্ষতা ও নিরলস পরিশ্রম দিয়ে এই পদে আসীন হয়েছেন। আমরা শা করছি, তার সুদক্ষ নেতৃত্বে সংস্থাটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। 

এর আগে ‘সিআইএ’র ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে গিনা হ্যাসপেল দায়িত্ব নিয়ে নতুন ইতিহাস গড়েন। 

সংস্থাটিতে গোপন অভিযান সংক্রান্ত বিভাগের ডিরেক্টর পদে ৫৬ বছর বয়সী এলিজাবেথ কিম্বার দায়িত্বে রয়েছেন। এই পদে থেকে তিনি মূলত গোয়েন্দা নিয়োগ, ওয়াইট হাউজের সাথে যোগাযোগ রক্ষাসহ অন্যান্য দায়িত্ব পালন করেন। ‘সিআইএ’ চালু হওয়ার ৭০ বছর পর্যন্ত এ পদটি পুরুষ কর্মীদের অধীনে ছিল। 

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ডেপুটি ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ডন মেয়ারিকস।

সব মিলিয়ে বর্তমানে মার্কিন গোয়েন্দা সংস্থাটির ৫০ ভাগই এখন নারীদের দখলে। 

‘সিআইএ’র পরিচালক গিনা হ্যাসপেলের নারী সদস্যদের নিয়োগদান প্রসঙ্গে সিবিএস নিউজ জানিয়েছে, সংস্থাটির উচ্চ পদগুলো পরিচালক হ্যাসপেল নারীদের দ্বারা পূর্ণ করছেন, ব্যাপারটি এমন নয়। বরং তিনি যোগ্যতা ও অভিজ্ঞতার বিচারেই তাদের নিয়োগ প্রদান করেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত