বিবাহ বিচ্ছেদের খবর জানবেন সৌদি নারীরা
প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:২১
অনলাইন ডেস্ক
স্ত্রীকে না জানিয়েই পুরুষদের গোপন বিবাহ বিচ্ছেদ ঠেকাতে অনেকদিন ধরেই লড়াই করে আসছিলেন সৌদি নারীরা। ৬ জানুয়ারি (রবিবার) সৌদি আদালতে পাস হওয়া নতুন আইন অনুযায়ী মুঠোফোনের খুদে বার্তায় বিয়ে বিচ্ছেদের খবর সঙ্গে সঙ্গেই জানতে পারবেন সৌদি নারীরা।
সৌদি আইনজীবী নিসরিন আল ঘামদি বলেন, সৌদি নারীরা বিচ্ছেদের বিষয়ে জানতে অনেকদিন ধরে আদালতে আবেদন করে আসছিলেন।
বিবিসির খবরে জানা যায়, স্থানীয় নারী আইনজীবীরা বলছেন, সৌদি পুরুষেরা আগে স্ত্রীদের না জানিয়েই বিচ্ছেদ ঘটাতেন। পুরুষদের এই গোপনে বিচ্ছেদ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে সৌদি নারীরা তাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন এবং খোরপোশসহ নিজেদের অধিকার রক্ষা করতে পারবেন।