ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতের পর ইন্দোনেশিয়ায় সুনামি

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:১৬

অনলাইন ডেস্ক

ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ইন্দোনেশিয়ায় আবারও সুনামি আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৬২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫৮৪ জন।

স্থানীয় সময় ২২ ডিসেম্বর (শনিবার) রাতে জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা স্ট্রেট উপকূলে এ সুনামি আঘাত হানে। এ অঞ্চলের প্যানদেগ্ল্যাং, দক্ষিণ লাম্পাং ও সেরাং এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

২৩ ডিসেম্বর (রবিবার) সকালে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সমুদ্রের নিচে বড় ধরণের ভূমিধস ঘটেছে, আর সে কারণেই সুনামি আঘাত হেনেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ৬২ জনের প্রাণহানি ও ৫৮৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সুনামির আঘাতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, নিখোঁজ রয়েছেন ২ জন। পূর্ণিমার কারণে সাগর আরও ফুঁসে উঠতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সংস্থার মুখপাত্র সুতোপো সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা, ভেসে যাওয়া সড়ক, গাড়ির ছবি পোস্ট করেছেন টুইটারে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে ব্যাপক প্রাণহানি হয়। এসময় দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।