ব্রিটিশ নেতা করবিনের বিরুদ্ধে নারী বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

অনলাইন ডেস্ক

ব্রিটিশ হাউস অব কমন্সের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনের বিরুদ্ধে নারী বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের খবরে এমনটিই জানিয়েছে। 

দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মেকে উদ্দেশ্য করে তিনি ‘নির্বোধ নারী’ মন্তব্য ছুঁড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, ক্ষুব্ধ করবিন মাথা নাড়িয়ে বিড়বিড় করে ‘স্টুপিড ওম্যান’ শব্দটি উচ্চারণ করছেন।

সম্প্রতি দেশটির হাউস অব কমন্সে প্রধানমন্ত্রীর সাপ্তাহিক প্রশ্নের জবাব দেয়ার সময় সরকার ও বিরোধী পক্ষের তুমুল তর্ক-বিতর্ক হয়। এসময় অনাস্থা ভোটের ব্যর্থতার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বিরোধীদলীয় নেতা করবিনকে উদ্দেশ্যে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। এসময়ই মেজাজ হারিয়ে ফেলেন করবিন এবং নারী বিদ্বেষী ঐ মন্তব্য ছুঁড়ে দেন। এ ঘটনার পর নিজ দলেই সমালোচিত হয়েছেন করবিন। 

লেবার পার্টির বেশ কয়েকজন নারী এমপি বলেছেন, এমন মন্তব্য করা ঠিক নয়।

কনজারভেটিভ পার্টির উপ-চেয়ারম্যান জেমস ক্লেভারলি বলেন, এ ধরনের নারী বিদ্বেষী মন্তব্য অবশ্যই সহ্য করা হবে না।

যদি নিজের উপর আসা এমন অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন করবিন। তিনি বলেন, আমি ‘নির্বোধ লোকজন’ বলেছি, কখনোই ‘নির্বোধ নারী’ শব্দটি উচ্চারণ করিনি। নিজেও এ ধরনের নারী বিদ্বেষী মন্তব্যের বিরোধী বলে দাবী করেন করবিন।