দ.কোরিয়ার ‘হিউম্যান রাইটস’ পুরস্কার হারালেন সু চি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১৮

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমারে নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞে সমর্থন দেয়ায় দক্ষিণ কোরিয়ার মানবাধিকার সংগঠন গাওয়াংঝু কর্তৃক প্রদত্ত ‘হিউম্যান রাইটস’ সম্মাননা হারালেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। 

স্থানীয় সময় গত ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) এ সম্মাননা প্রত্যাহার করে প্রতিষ্ঠানটি। মিয়ানমারের সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায়  ২০০৪ সালে সু চিকে এ পুরস্কার দিয়েছিল সংস্থাটি। 

‘গাওয়াংঝু’ প্রতিষ্ঠানটির মুখপাত্র চো জিন-তায়ে বলেন, ‘দেশটির রাখাইন প্রদেশ থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নৃশংসতার ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ না নেয়া এবং তাদের প্রত্যাবাসনে উদাসীনতা এ পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী। তাই আমরা এই পুরস্কার প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নিপীড়ন-নির্যাতন বন্ধে এক প্রকার নিরব ভূমিকা পালন করায় এর আগে অং সান সু চিকে দেওয়া গ্লাসগো, এডিনবার্গ ও অক্সফোর্ড কর্তৃপক্ষ তাদের পদক প্রত্যাহার করে নিয়েছে। সম্প্রতি সু চিকে দেওয়া কানাডার সম্মানজনক নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তাদের ‘অ্যাম্বাসেডর অব কনসাইন্স অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া তিনি ফ্রান্সের দেয়া ‘ফ্রিডম অব প্যারিস’ সম্মাননাও হারাতে যাচ্ছেন।

২০১৭ সালের আগস্টে রাখাইনে রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নে সীমান্তে পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাত লাখের বেশি রোহিঙ্গা। তাদের কক্সবাজারের কয়েকটি কেন্দ্রে আশ্রয় দিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত