বেক্সিট নিয়ে এমপিদের একমত হওয়ার আহবান অ্যাম্বারের

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:৪১

জাগরণীয়া ডেস্ক

পারস্পরিক ক্ষোভ ঝেড়ে বেক্সিট বিষয়ে সাংসদদের একমত হওয়ার আহবান জানিয়েছেন যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিষয়ক সচিব অ্যাম্বার রাড।

ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারস্পরিক মতনৈক্যের কারণে ব্রেক্সিট প্রক্রিয়া ঝুঁকিতে রয়েছে।

সম্প্রতি ইইউ সাফ জানিয়ে দিয়েছে, বেক্সিট চুক্তি নিয়ে আর কোন আলোচনায় বসবেন না তারা। চুক্তিটি ব্রিটিশ এমপিদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলার প্রস্তাবে এ মন্তব্য করে ইইউ। এরপরই এমন বক্তব্য আসে অ্যাম্বার রাডের কাছ থেকে। 

অপরদিকে, বেক্সিট চুক্তি নিয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রাসেলসে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছ থেকে যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদনে আরও আশ্বাসের প্রয়োজন ছিল বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী থেরেসা মে-র। কিন্তু তা না পাওয়ায় এখন আগের চুক্তি নিয়েই পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসের মুখোমুখি হতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত