নেতৃত্বের পরীক্ষায় উৎরে গেলেন থেরেসা মে

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪৪

জাগরণীয়া ডেস্ক

ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে দলের ভেতর তুমুল সমালোচিত থেরেসা মে-র নেতৃত্ব নিয়ে আয়োজন করা আস্থা ভোটে জিতে গেছেন কনজারভেটিভ পার্টি প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। খবর বিবিসি এর। 

১২ ডিসেম্বর (বুধবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দলটির পার্লামেন্ট সদস্যরা এ ভোটে অংশ নেন। এতে থেরেসা মে'র পক্ষে ভোট দিয়েছেন কনজারভেটিভ পার্টির ২০০ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট পড়েছে ১১৭টি জন। এজয়ের মাধ্যমে  আরও এক বছরের জন্য কনজারভেটিভ পার্টির সংসদীয় প্রধানের পদ নিশ্চিত করলেন থেরেসা মে। নিয়ম অনুযায়ী, আগামী এক বছর দলে তার বিরুদ্ধে কোনো অনাস্থা প্রস্তাব আনা যাবে না।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া বিষয়ক ব্রেক্সিট বাস্তবায়ন নিয়ে বেশ চাপে আছেন এ নারী। যে ব্রেক্সিট পরিকল্পনা তিনি দেশটিকে গেলাতে চাইছেন, তা নিয়ে নিজের দলের ভেতরেই তুমুল সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত