তেলের লেনদেনে ডলার বাদ দিচ্ছে ইইউ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩০

জাগরণীয়া ডেস্ক

বিভিন্ন দেশের সঙ্গে তেল চুক্তির ক্ষেত্রে ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রা ইউরোতে লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়নের একজন কমিশনারের বরাত দিয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেল চুক্তির ক্ষেত্রে এখন থেকে ইউরোপীয় ইউনিয়ন সব দেশের সঙ্গে মার্কিন ডলার বাদ দিয়ে শুধুমাত্র ইউরো ব্যবহার করবে। এসব চুক্তির মূল্যমান হবে ৩০০ বিলিয়ন ইউরোর বেশি।

তিনি আরও বলেন, যদি এই পদ্ধতি কার্যকর হয় তাহলে মার্কিন ডলার সারা বিশ্বে অনেকটা একঘরে হয়ে পড়বে। বর্তমানে ডলার ব্যবহার করে আমেরিকা সারা বিশ্বে যে প্রভাব-প্রতিপত্তি তৈরি করেছে তা অনেকটাই নস্যাৎ হবে।

উল্লেখ্য, বর্তমানে ৮৫ শতাংশ দাম ডলারে পরিশোধ করে ইইউ, বাকিটা ইউরোতে। এই সিদ্ধান্ত কার্যকর হলে পুরোটাই ইউরোপ। 

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত