‘নারীর প্রতি পূর্ণ সম্মানই পারে সহিংসতা বন্ধ করতে’
প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪২
নারীর প্রতি পূর্ণ সম্মানই পারে নারীর বিরুদ্ধে যেকোন ধরণের সহিংসতা বন্ধ করতে-বললেন জাতিসংঘ মহিসচিব আন্তোনিও গুতেরেস।
২৫ নভেম্বর (রবিবার) ‘আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতা অবসান দিবস’। জাতিসংঘ সদরদপ্তরে দিবসটি উপলক্ষ্যে এক বিশেষ আয়োজনে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, যতদিন নারীরা নির্ভয়ে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, যতদিন তারা তাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত থাকবে, ততদিন বিশ্ব সমানাধিকার নিয়ে অহংকার করতে পারবে না।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী নারীর প্রতি এত সহিংসতা বাড়ার কারণ হলো, নারী ও মেয়েদের প্রতি সম্মানের অভাব। আর পুরুষরাই এর পেছনে দায়ী। তারাই নারীকে পুরোপুরো সম্মান আর সমান তালে এগিয়ে যাওয়ার জন্য তাদের পাশে থাকতে রাজী নয়।
জাতিসংঘ ট্রাস্ট তহবিল বিভিন্ন সংস্থাকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নানা উদ্যোগ ও কর্মকাণ্ডের জন্য প্রতি বছর পুরস্কৃত করে থাকে ৷ গত দুই দশক ধরে এই ট্রাস্ট ১৩৯টি অঞ্চলের ৪৬০টি প্রকল্পে সহায়তা দিয়েছে এবং গত বছর ৬০ লাখ মানুষকে সাহায্য করেছে ৷ তবুও জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৩৫ ভাগ নারী কোনো না কোনোভাবে শারীরিক ও যৌন হয়রানির শিকার। ৩৮ শতাংশ নারীর মৃত্যুবরণ করছে স্বামী বা সঙ্গীর নির্যাতনে ৷