এবার প্রতিরক্ষা প্রধানকে অপসারণ করছেন ট্রাম্প

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:৪২

জাগরণীয়া ডেস্ক

অভিবাসন নীতি নিয়ে মতনৈক্যের জের ধরে এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসন থেকে প্রতিরক্ষা প্রধান কার্স্টজেন নেইলসেনকে অপসারণ করছেন।

হোয়াইট হাউসের বর্তমান ও সাবেক পাঁচ কর্মকর্তার বরাতে দৈনিক ওয়াশিংটন পোস্ট এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, অভিবাসন নীতি নিয়ে নেইলসেনের কার্যক্রমে বিরক্ত ট্রাম্প। অভিবাসীদের ঠেকাতে নেইলসেনের পারফরম্যান্সকে অনুজ্জ্বল হিসেবে আখ্যায়িত করে তিনি দ্রুততম সময়ের মধ্যে এমন একজনকে নিয়োগ দিতে চান যিনি ক্ষিপ্রতার সঙ্গে ট্রাম্পের অভিবাসননীতি বাস্তবায়ন করবেন। 

এদিকে, নেইলসেনের বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করতে কাজ করে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা জনএফ কেলি। যদিও হোয়াইট হাউসে কেলির অবস্থানও ট্রাম্পের কাছে সন্তোষজনক নয়।

ইতমধ্যে,  স্বরাষ্ট্রমন্ত্রী কার্স্টজেন নেইলসেনকে সাথে নিয়ে দক্ষিণ টেক্সাসের সীমান্ত এলাকায় মার্কিন বাহিনী পরিদর্শন সফর বাতিল করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। তাই বড় কোন অঘটন না ঘটলে খুব শীঘ্রই নতুন প্রতিরক্ষা প্রধান পেতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত