৮ বছর পর কংগ্রেসের নিম্নকক্ষের দখল নিলো ডেমোক্র্যাটরা

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ১৩:৩৭

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আট বছর পর প্রথমবারের মতো কংগ্রেসের নিম্নকক্ষের দখল নিলো ডেমোক্র্যাটরা। আর এর মাধ্যমে প্রেসিডেন্টের প্রস্তাবে বাধা দেওয়ার ক্ষমতা অর্জন করলো ডেমোক্র্যাটরা।

স্থানীয় সময় ৬ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষে ফলাফলে জানা যায়, নিম্নকক্ষের ২০২টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ফলে প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। অপরদিকে রিপাবলিকানরা জয় পেয়েছে ১৮৫টি আসনে। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।

এদিকে উচ্চকক্ষে ৫১টি আসনে জয় পেয়েছে রিপাবলিকানরা। ডেমোক্রেটরা জয় পেয়েছে ৪২টি আসনে। ফলাফল বাকি আর ৭টি আসনের। কংগ্রেসের কোনো কক্ষের নিয়ন্ত্রণ হারা মানে প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব হওয়া। তাই এখন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কোন সিদ্ধান্ত নিতে গেলে বিপাকে পড়বেন। অনেকেই এ নির্বাচনকে ট্রাম্পের প্রেসিডেন্সির ওপর গণভোট হিসেবে আখ্যায়িত করেছে।