স্বাধীনতা চায় না নিউ ক্যালোডেনিয়ার বাসিন্দারা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ২৩:১৭

জাগরণীয়া ডেস্ক

ফ্রান্স থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হিসেবে নিজেদের পরিচিত করবে কীনা সে বিষয়ে স্বাধীনতার বিপক্ষে গণভোট দিয়েছে নিউ ক্যালিডোনিয়ার বাসিন্দারা।

৪ নভেম্বর (রবিবার) রাজ্যে প্রস্তাবে না সূচক ভোট পড়ে ৫৬ দশমিক ৪ শতাংশ। আর ৪৩ দশমিক ৬ শতাংশ ভোট পায় স্বাধীনতার পক্ষে। বেশ শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও ভোটের শেষে বিচ্ছিন্ন কিছু অস্থিরতার ঘটনা ঘটে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, নিউ ক্যালিডোনিয়ার রাজধানী নওমিয়াতে একটি দোকানে এবং কয়েকটি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা। এছাড়া বেশ কয়েকটি সড়ক তারা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন।

এদিকে, গণভোটের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, এই গণভোটের মাধ্যমে ফ্রান্স প্রজাতন্ত্রের ওপর আস্থা দেখিয়েছেন নিউ ক্যালিডোনিয়ার মানুষ। সেজন্য তিনি রাজ্যের বাসিন্দাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বর্তমানে ফ্রান্সের একটি কৌশলগত রাজনৈতিক ও অর্থনৈতিক অঞ্চল নিউ ক্যালোডেনিয়া। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি উত্পাদনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যটি থেকে ফ্রান্সের পার্লামেন্টে নিউ ক্যালেডোনিয়ার দু’জন ডেপুটি এবং দু’জন সিনেটর নের্তৃত্ব দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত