ফ্রান্স থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে নিউ ক্যালোডেনিয়ায় গণভোট

প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৮, ১৬:৩৭

জাগরণীয়া ডেস্ক

ফ্রান্সের অন্যতম রাজ্য নিউ ক্যালেডোনিয়া অঞ্চলের ভোটাররা ফ্রান্স থেকে বিচ্ছিন্ন হতে চায় কীনা -এমন প্রশ্নে রাজ্যে গণভোট চলছে। 

৪ নভেম্বর (রবিবার) সকালে রাজ্যটির রাজধানী নওমিয়াতে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভোটারদের। রাজ্যের মোট ১ লক্ষ ৭৫ হাজার লোক ভোট দিতে পারবেন। ধারণা করা হচ্ছে, অনেক ভোটারই ফ্রান্সের সাথে থেকে যাওয়ার পক্ষে ভোট দেবেন।

বর্তমানে ফ্রান্সের একটি কৌশলগত রাজনৈতিক ও অর্থনৈতিক অঞ্চল নিউ ক্যালোডেনিয়া। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি উত্পাদনের অন্যতম এই রাজ্যটি থেকে ফ্রান্সের পার্লামেন্টে নিউ ক্যালেডোনিয়ার দু’জন ডেপুটি এবং দু’জন সিনেটর নের্তৃত্ব দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত