নিউইয়র্কে দুই সৌদি তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ১৪:৪৯

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদী থেকে টেপ দিয়ে বাঁধা অবস্থায় সৌদি দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের নাম তালা ফারিয়া (১৬), অন্যজন রোতানা ফারিয়া (২২)। তারা সম্পর্কে দুই বোন। 

স্থানীয় সময় গত ৩০ অক্টোবর (বুধবার) রিভারসাইড পার্কের ৬৮তম সড়কের পাশে হাডসন নদী থেকে ঐ সৌদি দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়। ২০১৫ সালে তারা তাদের মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ভার্জিনিয়ায় থাকতেন।  যুক্তরাষ্ট্রে তারা তাদের নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছিলেন।

নিউইয়র্ক পুলিশের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম বলছে, ঘটনার আগের দিন ঐ দুই বোনের মা ওয়াশিংটনের সৌদি আরবের দূতাবাস থেকে একটি ফোন কল পেয়েছিলেন। ওই ফোনে তাদের সৌদি আরবে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে, এখন পর্যন্ত ঐ দুই বোনের হত্যা রহস্যের কূল কিনারা করতে পারেননি পুলিশ। ভার্জিনিয়ায় বসবাসরত ঐ দুই নারীর মরদেহ কীভাবে তাদের বাসস্থান থেকে ২৫০ মাইল দূরে নদীতীরে এলো তাও পুলিশের কাছে স্পষ্ট নয়। পুলিশ দুই বোনের ছবি প্রকাশ করে তাদের ব্যাপারে তথ্য জানানোর জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছে।

তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি খুনের রেশ না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই জোড়া খুনের ঘটনা ঘটলো। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত