বর্ধমানে প্রথমবারের মত ভোটার হলেন যৌনকর্মীরা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:১৬

জাগরণীয়া ডেস্ক

‘কোনো ভোটার যেন বাদ না পড়েন’- কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো যৌনকর্মীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা। কলকাতার একটি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। 

৩০ অক্টোবর (সোমবার) থেকে শুরু হয়েছে যৌনকর্মীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ।

প্রথম দিনেই বর্ধমান শহরের মহাজনটুলী এলাকায় ৬৫ জন যৌনকর্মীর ফরম পূরণ করেছেন বলে ঐ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী। তিনি বলেন, ফরম পূরণ শেষ হলে তাদের শুনানি হবে। প্রাপ্তবয়স্ক এবং ভারতীয় নাগরিক হলেই তাদের নাম ভোটার তালিকায় তোলা হবে।

এ প্রসঙ্গে এক যৌনকর্মী বলেন, ভোটার তালিকায় নাম না থাকায় সরকারের ন্যূনতম অনেক সুযোগ সুবিধা থেকেই তারা বঞ্চিত হয়ে থাকেন। এবারভোটার খাতায় নাম উঠলে সত্যিই তারা অনেক উপকৃত হবেন। অনেক সময় তাঁদের সন্তান সন্ততিদেরও নানাবিধ সমস্যার মুখে পড়তে হয়। এরপরে হয়ত সেই সমস্ত সমস্যার সমাধান হবে।

এই কাজে স্থানীয় প্রশাসনকে সহায়তা করেছেন ‘স্পিড’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত