প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেলো ইথিওপিয়া

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ১২:৩০

জাগরণীয়া ডেস্ক

প্রথমবারের মত একজন নারীকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করেছে ইথিওপিয়া।

গত ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) পেশাদার কূটনীতিক শাহলি-ওয়ার্ক জিওদিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে আফ্রিকার এই দেশটি। তিনি মুলাতু তেশমের স্থলাভিষিক্ত হলেন। ইতোপূর্বে মুলাতু পদত্যাগ করেন।

পেশাগত জীবনে শাহলি-ওয়ার্ক ফ্রান্স, জিবোতি, সেনেগালে ইথিওপিয়ার দূত হিসেবে কাজ করেন। প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাতিসংঘে আফ্রিকান ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা ছিলেন। ইংরেজী, ফরাসী ও আমহারিক ভাষায় তার বিশেষ দক্ষতা রয়েছে।

উল্লেখ্য, দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গত সপ্তাহে ২০ সদস্য বিশিষ্ট একটি ছোট মন্ত্রীসভা গঠন করেন। এ মন্ত্রীসভার অর্ধেকই নারী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত