ফ্রান্সে বারে অগ্নিকাণ্ড, নিহত ১৩
প্রকাশ | ০৬ আগস্ট ২০১৬, ১৪:১০
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2016/08/06/image-1714.jpg)
ফ্রান্সের নর্মান্ডি এলাকায় একটি বারে অগ্নিকাণ্ডের অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন ৬ জন। বেশিরভাগ হতাহতই অল্পবয়সি ছেলেমেয়ে। জন্মদিনের পার্টি সেলিব্রেট করছিলেন তাঁরা।
শুক্রবার (০৫ অগাস্ট) মাঝরাতে আগুন লাগে নর্মান্ডির রাজধানী রুয়েনের ওই কিউবা লিব্রা বারে। ধারণা করা হচ্ছে, কেকের ওপর মোমবাতির শিখা আচমকা বেড়ে গিয়ে সিলিং ছুঁয়ে ফেলায় চারপাশে আগুন ধরে যায়। হতাহতদের বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে।
খবর পেয়ে ঘটনাস্থলে ৫০ এর অধিক ফায়ার ব্রিগেড কর্মী আসা সত্ত্বেও আগুন নেভাতে আধ ঘণ্টা সময় লেগে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।