‘নোবেল পুরস্কার বাতিলে আমার কোন মাথাব্যথা নেই’

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১৭:২৯

জাগরণীয়া ডেস্ক

কানাডার সম্মানজনক নাগরিকত্ব প্রত্যাহার ও শান্তিতে নোবেল পুরস্কার বাতিলের দাবির বিষয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেন, এতে আমার কিছু আসে যায় না। নোবেলের মতো পুরস্কার বা সম্মাননা নিয়ে আমার মাথা ব্যথা নেই।

গত ৬ অক্টোবর (শনিবার) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-তে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করছে কিন্তু এত দ্রুত এ সমস্যা সমাধান হবে না।

রাখাইন সংকটকে দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে সু চি বলেন, খুব শিগগিরই এর সমস্যার সমাধান সম্ভব নয়। রোহিঙ্গা সমস্যার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলেও রাখাইন পরিস্থিতি বাস্তবিক অর্থ ভিন্ন।

এছাড়াও রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ড দেয়ার বিষয়ে সু চি বলেন, মিয়ানমার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু পুরো বিষয়টি আদালতে ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায় মিয়ানমারকে অব্যাহতভাবে আহ্বান জানালেও এখনও যথাযথ কোনো পদক্ষেপ নেননি দেশটির নেত্রী। এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বের জন্য বাংলাদেশকে দায়ী করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত