জামিন মিলেছে তবে মুক্তি পাচ্ছেন না রাম রহিম
প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৮, ১৩:৫২ | আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১৩:৫৭
ভারতের হরিয়ানার স্বঘোষিত ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম (৫০) এক মামলায় জামিন পেলেও এখনি মুক্তি পাচ্ছেন না তিনি।
৫ অক্টোবর (শুক্রবার) হরিয়ানার একটি আদালত পুরুষ ভক্তদের নপুংসক করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ধর্মগুরু হিসেবে খ্যাত রাম রহিমের জামিন মঞ্জুর করেন।
২০১২ সালে রাম রহিমের এক ভক্ত তাকে নপুংসকের অভিযোগ করার অভিযোগে করেন । পরে আদালতের নির্দেশে ভারতের কেন্দ্রীয় তদন্ত অধিদফতর (সিবিআই) ২০১৫ সালে ঐ অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করেন। সেই মামলায় রাম রহিমের পাশাপাশি পংকজ গর্গ ও এমপি সিং নামে তার দুই চিকিৎসককেও দোষী বলে উল্লেখ করা হয়। সেই মামলায় শুক্রবার জামিন পেয়েছেন রাম রহিম।
তবে এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। দুই নারী অনুসারিকে ধর্ষণ মামলায় ২০ বছর কারাদণ্ড ভোগ করছেন রাম-রহিম।