প্রথমবারের মতো ব্যাংকপ্রধান হলেন সৌদি নারী
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৮, ১৫:১৯
রক্ষণশীল সৌদি আরবে পরিবর্তনের যে হাওয়া বইছে, তারই ধারাবাহিকতায় এবার ব্যাংক পরিচালনায় প্রথমবারের মতো দায়িত্বে এসেছেন একজন নারী।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে রক্ষণশীলতার অর্গল ভেঙে সংস্কারের পথে এগোচ্ছে সৌদি আরব।
ইতোমধ্যে সড়কে গাড়ি চালানো, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার মতো অধিকার পেয়েছে সৌদি নারীরা। এবার ব্যাংক প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন একজন নারী।
সৌদি ব্রিটিশ ব্যাংক (এসএবিবি) এবং আলাওয়াল ব্যাংক মিলে এ নতুন ব্যাংকটি প্রতিষ্ঠিত হবে, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সৌদি ব্যবসায়ী লুবনা আল ওলায়ন। এর আগে ফোবর্সের ম্যাগাজিনে ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকায় নাম উঠে আসে ওলায়নের নাম। বর্তমানে ওলায়ন তাদের পারিবারিক ব্যবসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে ব্যাংক প্রধান হিসেবে একজন নারীকে পেলেও সৌদিতে এখনও কোনো নারী নিজে গিয়ে ব্যাংক হিসাব খুলতে পারেন না, এজন্য তার অভিভাবকের অনুমোদন লাগে।