ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামি, নিহত ৫০

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৫

জাগরণীয়া ডেস্ক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় সাত ফুট উচ্চতার সুনামির আঘাতে অন্তত ৫০ জন মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, নিহত মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, গত ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার আগে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। এই ঘটনায় তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে শক্তিশালী ভূমিকম্পে সৃষ্ট সুনামির ছবি ও ভিডিও। ভিডিওতে বেশ কিছু ভবন, ঘরবাড়ি ও একটি মসজিদ বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ইন্দোনেশিয়ার এক মন্ত্রীর বরাত দিয়ে বিবিসি বলছে, ভূমিকম্প ও সুনামিতে সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এতে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে। এ ছাড়া পালু বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় বলে ওই মন্ত্রী জানান।

উল্লেখ্য, গত ৫ আগস্টের ভূমিকম্পের ঘটনায় দেশটিতে ৪৬০ জনের বেশি মানুষ মারা যায়। ভূমিকম্পপ্রবণ এই দেশে ২০০৪ সালে ঘটে ভয়াবহ সুনামির ঘটনা। সুমাত্রায় ঘটে যাওয়া ওই দুর্যোগে অন্তত ২ লাখ ২৬ হাজার মানুষের প্রাণহানি হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত