রবীন্দ্রনাথের নোবেল খুঁজে বের করবেন মমতা!

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৬, ১৮:৫৮

অনলাইন ডেস্ক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি হয়ে যাওয়া নোবেল পদক দেশটির গোয়েন্দা বিভাগ সিবিআই না পারলে, আর সিবিআইয়ের পরিবর্তে তাঁকে দায়িত্ব দেওয়া হলে তিনি নিজেই খুঁজে বের করবেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (০৪ অগাস্ট) পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন তিনি।

মমতা বলেন, “সিবিআই তদন্ত করছে জানি। কিন্তু সিবিআই যদি না পারে, যদি ওদের (সিবিআই) পরিবর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তা হলে রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদক আমি খুঁজে বের করবই। ওঁর নোবেল পদক চুরির ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। কারণ, রবীন্দ্রনাথ মানেই একটা সেন্টিমেন্ট। উনি রাজ্যের, দেশের, বিশ্বের। তাই আমারও দায়িত্ব থেকে যায়।”

উল্লেখ্য ২০০৪ সালে ২৪ মার্চ রাতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উত্তরায়নের রবীন্দ্র জাদুঘর থেকে রহস্যজনকভাবে 'নোবেল পদক'সহ চুরি যায় কবির ব্যবহার্য অন্তত অর্ধশত মূল্যবান জিনিস।