সিকিমে প্রথম বিমানবন্দর
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৮
ভিত্তিপ্রস্তর স্থাপনের নয় বছর পর ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য সিকিমে চালু হলো প্রথম বিমানবন্দর। খবর এনডিটিভি এর।
২৪ সেপ্টেম্বর (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকইয়ং বিমানবন্দরের উদ্বোধন করেন।
খবরে বলা হয়, উদ্বোধনের আগ পর্যন্ত সচল বিমানবন্দরবিহীন ভারতের একমাত্র রাজ্য ছিল সিকিম। ৪ অক্টোবর পাকইয়ং বিমানবন্দর থেকে বাণিজ্যিকভাবে ফ্লাইট চলাচল শুরু হবে।
সিকিমের একমাত্র বিমানবন্দরটি পাকইয়ং ভারত-চিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার এবং গ্যাংটক থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার ফুট উঁচুতে নির্মিত হয়েছে এই বিমানবন্দরটি। পাকইয়ং বিমানবন্দরটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৬০৫ কোটি রুপি।
নতুন এই বিমানবন্দর চালুর ফলে হিমালয়বেষ্টিত রাজ্যটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন শিল্প আরও বেশী উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।