চীনে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলা, নিহত ৯

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৭

অনলাইন ডেস্ক

চীনে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে (৫৪) আটক করেছে পুলিশ।

১২ সেপ্টেম্বর (বুধবার) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দেশটির হুনান প্রদেশের হেনজিয়াং নগরীর ব্যস্ত একটি সড়ক বিনজিয়াং স্কয়ারে এ ঘটনা ঘটে।

বেইজিং ইউথ ডেইলি জানায়, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন ওই গাড়ির চালক। তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকারী কর্মকর্তারা।

এর আগে ২০১৩ সালে রাজধানী বেইজিংয়ের টাইনানমেন স্কয়ারে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় পাঁচজন নিহত ও ৩৮ জন আহত হয়েছিলেন।