কেরালায় বন্যা পরিস্থিতির উন্নতি, মহামারীর আশঙ্কা

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ১২:২৬

অনলাইন ডেস্ক

কেরালায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি ঘটলেও বন্যা পরবর্তী পরিস্থিতিতে যেকোন রোগ মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য। 

ভারতীয় গণমাধ্যমের সর্বশেষ তথ্য থেকে জানা যায়, গত ২০ আগস্ট পর্যন্ত শত বর্ষের রেকর্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৩৭০। বাস্ত্যুচুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। কেরালায় পাঁচটি গ্রামে এখনও আটকে প্রায় এক হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। গৃহহারা হয়েছেন অনেকে।

কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ দুর্যোগ ব্যবস্থাপনা দলের প্রধান অনিল বাসুদেভান জানিয়েছেন, রাজ্য ত্রাণ শিবিরগুলোতে যেকোন ধরণের মহামারী ছড়িয়ে পড়া রোধ করতে প্রস্তুতি নিচ্ছে।  সেখানে বিতরণ করা হচ্ছে রোগ প্রতিরোধকারী ওষুধ।  

রাজ্যের এক গ্রাম পর্যায়ের সরকারি কর্মকর্তা মহেশ পি বলেন, এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণ করা, পুনর্বাসন নিশ্চিতকরণ ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়া রোধ করা।

একটি পশু কল্যাণ বিষয়ক এনজিও, পিপল ফর এনিম্যালস জানিয়েছে, বন্যায় কমপক্ষে ৪০ হাজার পশু প্রাণ হারিয়েছে। বন্যার পানি হ্রাস পাওয়ার সঙ্গে তাদের মৃতদেহও ভেসে গেছে।