নারীদের ভোট দেয়ার আহবান মালালার

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ১৪:১২

অনলাইন ডেস্ক

পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনে নারী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

এক টুইটার বার্তায় মালালা লিখেছেন,ক্ষমতা এখন পাকিস্তানের জনগণ বিশেষ করে নারীদের হাতে। তাই উঠ, জাগো এবং ভোট দেও। গণতন্ত্রের জয় হবেই। 

২৫ জুলাই (বুধবার) পাকিস্তানের ১১তম জাতীয় নির্বাচনে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে সহিংসতা ঠেকাতে ৩ লাখ ৭১ হাজার ৩৮৮জন সেনা মোতায়েন করেছে নির্বাচন কমিশন।