যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞায় মিয়ানমার
প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ১৪:৫৩
অনলাইন ডেস্ক
মিয়ানমারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটি থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর ভয়েস অব আমেরিকা এর।
খবরটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের অবৈধ অভিবাসী ফিরিয়ে নিতে বার বার বলা হলেও যুক্তরাষ্ট্রের কথা শুনতে অনীহা প্রকাশ করেছে মিয়ানমার। তাই এ নিষেধাজ্ঞা জারি করা হলো। একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লাউসের উপর। আর এর মাধ্যমে নিষেধাজ্ঞা লিস্টে নাম উঠালো লাওস ও মিয়ানমার।
যে ৯ টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সেগুলো হল-
চীন, কিউবা, ইরিত্রিয়া, ইরান, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং, লাউস ও মিয়ানমার।