জনগণের যৌনজীবন নিয়ে গবেষণা করবে সুইডেন
প্রকাশ | ৩০ জুলাই ২০১৬, ১৬:৩১
দেশের জনগণের যৌনজীবনের অবস্থা নিয়ে জরিপ চালানোর উদ্যোগ নিয়েছে সুইডিশ সরকার। সম্প্রতি সুইডেনের গণমাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্যাব্রিয়েল উইকস্ট্রম এর তথ্যের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, সুইডিশরা স্বাভাবিকের চেয়ে কম যৌনমিলন করছে। এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে গবেষণা চালানোর উদ্যোগ নেওয়া হয়।
‘দাগেনস নাইহিটার’ নামে স্থানীয় একটি দৈনিকে লেখা নিবন্ধে উইকস্ট্রম বলেন, ‘বিষয়টি সত্য কি না তা যাচাই করা এবং এর কারণ অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ। যদি মানসিক চাপ কিংবা অন্যান্য স্বাস্থ্যগত কারণে সুইডিশদের যৌনজীবনে কোনো প্রভাব পড়ে, তাহলে এটাও রাজনৈতিক সমস্যা।’
সর্বশেষ ২০ বছর আগে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির নাগরিকদের যৌনাভ্যাস নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে গবেষণা চালানো হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী গ্যাব্রিয়েল উইকস্ট্রম জানিয়েছেন, নতুন করে আরেকটি জরিপ চালানোর সময় চলে এসেছে। ২০১৯ সালের মধ্যে এই জরিপ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। গণমাধ্যমে সুইডিশ জনগণের যৌনাভ্যাস পরিবর্তনের যে কথা বলা হয়েছে, সেটি সত্য কি না তা যাচাইয়ের জন্যই এ গবেষণা চালানো হবে।