আইনি প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসীদের বিতাড়ন করবেন ট্রাম্প!
প্রকাশ | ২৫ জুন ২০১৮, ১৫:০৮
কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসীদের বিতাড়নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২৪ জুন (রবিবার) এক টুইট বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা আমাদের দেশে আক্রমণ করতে দিতে পারি না। তাই অবৈধ পথে যখন কেউ আসে আমাদের অতিদ্রুত কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই, যেখান থেকে তারা এসেছে তাদের সেখানে ফিরিয়ে দিতে হবে।
ট্রাম্প লিখেছেন, অভিবাসন হবে মেধাভিত্তিক। যুক্তরাষ্ট্রকে যারা আরেকবার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন, তাদেরকেই আমাদের প্রয়োজন।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসী বাবা-মায়েদের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে, গত দুই মাস প্রায় দুই হাজার শিশু তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্র: বিবিসি