পদত্যাগ করেছেন জম্মু-কাশ্মীরের মূখ্যমন্ত্রী মেহবুবা

প্রকাশ : ২০ জুন ২০১৮, ১৪:১৯

জাগরণীয়া ডেস্ক

গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গত ১৯ জুন (মঙ্গলবার) তিনি রাজভবনে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। খবর এনডিটিভি এর

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মেহবুবা মুফতি বলেন, গায়ের জোর দেখানো নিরাপত্তা নীতি জম্মু-কাশ্মীরে চলবে না, সে কথা আমরা সবস্ময়ই বলে এসেছি। আলোচনা, সমন্বয় ও বোঝাপড়ার প্রয়াস অব্যাহত রাখাই ছিল আমাদের উদ্দেশ্য এবং সেটি থাকবে। কেবল ক্ষমতা দখলের জন্য বিজেপির সঙ্গে হাত মেলানোর উদ্দেশ্য ছিল না।

এর আগে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে জম্মু-কাশ্মীর সরকার থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত