মুম্বাইয়ে সাগরে ডুবে একই পরিবারের ৫ জনের মৃত্যু
প্রকাশ | ০৪ জুন ২০১৮, ২২:১০ | আপডেট: ০৪ জুন ২০১৮, ২২:১২
ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপকূলে মুম্বাইয়ে এক পরিবারের পাঁচ জনের সাগরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় ঐ পরিবারের ২ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে।
এরা হলেন, কেনেথ মাস্টার্স (৫৬), মনিকা ডিসুজা (৪৪), সানোমি ডিসুজা (২২), রাঞোর ডিসুজা (১৯) এবং ম্যাথিউ ডিসুজা (১৮)।
উদ্ধার হওয়া দুজন হলেন, রিতা ডিসুজা (৭০) ও লিনা কেনেথ মাস্টার্স (৫২)।
সবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেঁচে যাওয়া দুজন পুলিশের তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছেন রত্নাগিরির পুলিশ সুপার প্রণয় অশোক।
গত ৩ জুন (রবিবার) বিকেলে মুম্বাই থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে রত্নাগিরি উপকূলের সাগরে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মুম্বাইয়ের বোরিভালি এলাকার একটি পরিবারের সাত জন রত্নাগিরি থেকে গনপতিপুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল পথে আরি ওয়্যার সৈকতে থামার সিদ্ধান্ত নেন তারা। বিকাল ৫টার দিকে তারা স্থানীয় খাঁড়িতে সাঁতার কাটতে নামেন কিন্তু সাগর থেকে দ্রুত বেগে খাঁড়িতে প্রবেশ করা পানির ঘূর্ণিতে পড়ে যান তারা। পরে স্থানীয় লোকজন তাদের মধ্যে দুই জনকে উদ্ধার করতে পারলেও বাকিরা ডুবে যান।