‘হিলারির চাইতে বেশি যোগ্য নই’
প্রকাশ | ২৯ জুলাই ২০১৬, ১১:১১
প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনও নারী কিংবা পুরুষ হিলারির চেয়ে বেশি যোগ্য নয়। আমি কিংবা বিল ক্লিনটন কারোরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হিলারির চেয়ে বেশি যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারিকে জয়ী করার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়ে এ কথা বলেন। জাতীয় সম্মেলনে ৪৫ মিনিটের ভাষণ চলাকালেই মঞ্চে বারাক ওবামার সাথে যোগ দেন হিলারি ক্লিনটন। এ সময় গোটা কনভেনশন এলাকা হাজার হাজার মানুষের করতালিতে ভরে ওঠে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের আনুষ্ঠানিক মনোনয়ন অনন্য ঘটনা। কারণ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার পেয়েছিল ১৯২০ সালে। যে কারণে ১৮৭২ সালে একজন
নারী প্রেসিডেন্ট নির্বাচনে লড়লেও ভোট পান নি। দেশটির ২৪০ বছরের ইতিহাসে ৪০ জন প্রেসিডেন্টই পুরুষ। নির্বাচিত হলে হিলারিই হবেন প্রথম নারী প্রেসিডেন্ট।