দেবীর জন্য মমতার শোক
প্রকাশ | ২৮ জুলাই ২০১৬, ১৯:১০
প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে শোক জানান মমতা।
টুইটারে শোকবার্তায় মমতা লিখেন, 'ভারত এক মহান লেখককে হারালো। বাংলা হারিয়েছে এক ঐশ্বর্যময় মাকে। আমি হারিয়েছি আমার পথ প্রদর্শক। চিরনিদ্রায় শান্তিতে থাকুন মহাশ্বেতা দি'।
এরপর টুইটারে মহাশ্বেতা দেবীর সাথে নিজের কিছু অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছেন মমতা।
উল্লেখ্য, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৪টা ৪৫ মিনিটে জীবনাবসান হয় মহাশ্বেতা দেবীর। ১৯৭৯ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার উপন্যাসের জন্য পুরস্কার পান তিনি।
পদ্মশ্রী, পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ-সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন সাহিত্যিক। বঙ্গবিভূষণ সম্মানেও সম্মানিত করা হয় তাঁকে।