কিউবায় বিমান দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
প্রকাশ | ২২ মে ২০১৮, ১৩:২২
কিউবায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া নারী অবশেষে মারা গেছেন। এই নিয়ে দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনার পর ২৩ বছর বয়সী ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই দুর্ঘটনায় আহত অপর দুই ব্যক্তির অবস্থা গুরুতর।
উল্লেখ্য, গত ১৮ মে (শুক্রবার) কিউবার স্থানীয় সময় দুপুরে কিউবার রাজধানী হাভানায় হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বোয়িং ৭৩৭-২০১ উড়োজাহাজটি শতাধিক আরোহী নিয়ে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে যাত্রীরা ছিলেন অধিকাংশ কিউবার নাগরিক এবং ৬ জন বিদেশি নাগরিক। কেবিন ক্র সদস্যদের মধ্যে ৬ জন ছিলেন মেক্সিকান।