ত্রিপুরা রাজ্য পুলিশে নারীদের জন্য ১০% কোটা

প্রকাশ : ২১ মে ২০১৮, ১০:৫২

জাগরণীয়া ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যে সরকার গঠনের ৭৫ দিনের মধ্যে বিজেপি রাজ্য পুলিশে নারীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। নারী সদস্য বেশি নিয়োগের মাধ্যমে নারী নির্যাতন কমবে- এমন আশাবাদ ব্যক্ত করে ১৯ মে (শনিবার) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার পুলিশ-প্রধান অখিল কুমার শুক্লা। 

তবে কেবল নারীদের জন্য পুলিশে কোটা সংরক্ষণ নয়, ত্রিপুরা সরকার নিয়োগনীতিতেও ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে নতুন বিজেপি রাজ্য সরকার। এখন থেকে ‘এ’ ক্যাটাগরি বাদে সব ক্যাটাগরিতেই লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।

মন্ত্রী রতনলাল নাথের মতে, বাম আমলে ব্যাপক দলবাজির মাধ্যমে শুধু পার্টি ক্যাডারদের চাকরি হয়েছে। বিজেপি তাই প্রথম থেকেই নিয়োগে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ গ্রহণ করেছে।

উল্লেখ্য, ৩৭ লাখ জনসংখ্যার ত্রিপুরায় ২৬ হাজার পুলিশ কর্মী রয়েছেন। এর মধ্যে পুলিশে নারী সদস্যদের সংখ্যা মাত্র ১ হাজার ২০০। নতুন নিয়োগ নীতি অনুযায়ী আরও ১ হাজার ৪০০ নারী কর্মী প্রয়োজন হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত